প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

ঐতিহ্যবাহী ফজলুল হক মহিলা কলেজ ১৯৭০ সালে যাত্রা শুরু করে। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালক করে আসছে। এই কলেজের বহু ছাত্রী কর্মজীবনে দেশবরেণ্য নেত্রী, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান কলেজকে মহিমান্বিত করেছে।চারদিকে প্রাচীরঘেরা মনোরম সবুজ ক্যাম্পাসে কলেজের অভ্যন্তরে নিরিবিলি ও নিরাপদ পরিবেশে এর কার্যক্রম সুষ্টভাবে পরিচালিত হয়ে আসছে। কলেজটিতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানের জন্য সমৃদ্ধ লাইব্রেরি, পাঠাগার, কম্পিউটার ল্যাবরেটরি, অডিটোরিয়াম , ক্যান্টিন ও একটি খেলার মাঠ রয়েছে।বর্তমান অধ্যক্ষ অধ্যাপক দিলারা খানম এ কলেজের কর্ণধার রুপে দায়িত্ব গ্রহনের পর থেকে অদ্যাবধি ক্লান্তিহীনভাবে কর্মপ্রচেষ্টার মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নানা দিক থেকে সাফল্যমন্ডিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। উচ্চ মাধ্যমিক শ্রেনির শিক্ষার্থীদের শিক্ষার মনোন্নয়নকল্পে একটি নিবিড় পর্যবেক্ষণ কমিটি ও প্রতি শিক্ষাবর্ষে ২টি করে টিউটোরিয়াল পরীক্ষার প্রথা প্রচলিত আছে। এছাড়া কলেজের উপাধ্যক্ষ মনিরুজ্জামান শিক্ষার্থীদের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে পুরান ঢাকায় অবস্থিত নারী শিক্ষায় অনবদ্য প্রতিষ্ঠান হিসেবে ফজলুল হক মহিলা কলেজের সুখ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

অধ্যক্ষের বাণী

image-not-found

শেরে বাংলা এ.কে ফজলুল হকের নামে প্রতিষ্ঠিত পুরানাে ঢাকার ফজলুল হক মহিলা কলেজের অধ্যক্ষ পদে কাজ করার সুযােগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ১৯৭০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ফজলুল হক মহিলা কলেজ নামক চারাটি দেখতে দেখতে আজ ৫০ বছরের মহীরুহে পরিণত হয়েছে। পুরানাে ঢাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষার প্রসারে, নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতার নেপথ্যে নিরলস কাজ করে যাচ্ছে। প্রায় ৫০ বছর ধরে এদেশের নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে ফজলুল হক মহিলা কলেজ উল্লেখযােগ্য অবদান রেখে আসছে। এ কলেজের শিক্ষার্থীরা দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এ কলেজের ছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের শিক্ষাদান কার্যক্রমের বেশীর ভাগটাই সম্পন্ন হচ্ছে আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে। প্রতিষ্ঠানের দক্ষ পরিচালনা পরিষদ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও উৎসাহ এ প্রতিষ্ঠানকে উত্তরােত্তর সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ

অধ্যাপক দিলারা খানম
অধ্যক্ষ,ফজলুল হক মহিলা কলেজ,গেন্ডারিয়া,ঢাকা

সভাপতির বাণী

image-not-found

ঐতিহ্যবাহী ফজলুল হক মহিলা কলেজ ১৯৭০ সালে যাত্রা শুরু করে। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালক করে আসছে। আমাদের গৌরবময় মুক্তি যুদ্ধের চেতনা, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা সহ সুশিক্ষায় শিক্ষিত করে তরুণ শিক্ষার্থীদের মনন বিকাশে এই কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে। আমি দৃড় ভাবে বিশ্বাস করি কলেজ গভর্নিংবডি, শিক্ষক-কর্মচারী, ছাত্রী-অভিভাবক ও এলাকাবাসী সকলের আন্তরিক সহযোগীতা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, ইনশাল্লাহ।

---শহিদ উল্লাহ মিনু,
সভাপতি, কলেজ গভর্নিং বডি, ফজলুল হক মহিলা কলেজ